বিয়ে করতে চাপ দেয়ায় দৃষ্টিকে শ্বাসরোধ খুন করেন পরকীয়া প্রেমিক


Feb 2025/Drishti.jpg

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় সুরাইয়া শারমিন দৃষ্টি (৩৩) নামে গৃহবধূ বিয়েতে রাজি না হওয়া তাকে কৌশলে ডেকে এনে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে খুন করে প্রেমিক সাইদুর রহমান। এ হত্যাকাণ্ডে অংশ নেন তার আরও দুই সহযোগী। পুলিশ এ ঘটনায় জড়িত তিনজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ফকিরহাট থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর কবীর।

গ্রেফতাররা হলেন নড়াইল এলাকার সাইদুর রহমান (৩৫), ফকিরহাট জয়পুর এলাকার মাহিন্দ্রা চালক আজিজুর রহমান নয়ন (৩২) ও মাহিন্দ্রা চালক শহিদুর রহমান (৪৫)।

নিহত সুরাইয়া শারমিন দৃষ্টি নড়াইল জেলা সদর উপজেলার আলাদাতপুর এলাকার মৃত আব্দুল করিম মোল্লার মেয়ে।

এসএম আলমগীর কবীর বলেন, ‘সুরাইয়া শারমিন দৃষ্টির সঙ্গে সাইদুর রহমানের দীর্ঘ দিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত ৩১ জানুয়ারি দৃষ্টি তার স্বামীকে ছেড়ে সাইদুর রহমানকে বিয়ে করার জন্য বান্ধবীর স্বামী আজিজুর রহমান নয়নের বাড়ি বাগেরহাটের ফকিরহাটে যান। একই সময় প্রেমিক সাইদুর রহমানও একই স্থানে আসেন ‘

‘ওই দিন রাত ১১টার দিকে ওই বাড়িতেই সুরাইয়া শারমিন দৃষ্টিকে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন সাইদুর রহমান নিজেই। পরে আজিজুর রহমান নয়ন ও অপর এক সহযোগী শহিদুর রহমানসহ তিনজন মিলে পার্শ্ববর্তী জয়পুরের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের বাড়ির পুকুরে ইট বেঁধে মরদেহ ফেলে দেন।’

ওসি আরও বলেন, ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রধান আসামি সাইদুর রহমানকে নড়াইল এলাকায় থেকে ও অন্য দুজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।’

এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি )সকালে নিখোঁজের চারদিন পর ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পুকুর থেকে শরীরে ইট বাঁধা ও গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সুরাইয়া শারমিন দৃষ্টির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা সবেজান বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×