রিমান্ড মঞ্জুরের পর ছাত্রলীগের দশ নেতাকে পিটিয়েছে ছাত্রদল ও শিক্ষার্থীরা
- নরসিংদী প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:২৪ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনার ভাষণের প্রতিবাদ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গ্রেফতার নেতাদের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে নরসিংদী আদালতের প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়নের ম্যুরাল ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা।
এদিকে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গ্রেফতার ১০ নেতাকে আদালতে তোলা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজী তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পর আসামিদের কারাগারে নেওয়ার সময় ছাত্রলীগের দশ নেতাকে আদালত প্রাঙ্গণেই পিটিয়েছে ছাত্রদল কর্মী ও শিক্ষার্থীরা। এরপর আদালত প্রাঙ্গণ ঘিরে রাখেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী জেলা ও দায়রা আদালতে এই ঘটনা ঘটে। এ
ফাহিম রাজ অভি নামে শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী বলেন, ‘আওয়ামী লীগ বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শেখ হাসিনা যদি দেশে ফিরে আবার রাজনীতির চিন্তা করে- সেটি ভুল চিন্তা। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ ও স্বৈরাচারকে দেশের ভেতর রাজনীতি করতে দেবো না। এ ছাড়া, আমরা ছাত্রলীগসহ অন্য অপরাধী যারা রয়েছে, সবার সুষ্ঠু বিচার চাই।’
সনো সাঈদ নামে আরেক শিক্ষার্থী বলেন, `বঙ্গবন্ধু ও সাবেক শিল্পমন্ত্রীর ম্যুরাল ভাঙচুরের মাধ্যমে মানুষের ঘৃণা প্রকাশ পেয়েছে। আমরা ছাত্রলীগ ও আওয়ামী লীগসহ অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিচার চাই।’
নরসিংদী আদালতের পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেন বলেন, ‘গ্রেফতারদের আদালতে ঢোকানোর আগে থেকেই অবস্থান নেওয়া ছাত্রজনতা বিভিন্ন স্লোগান দেন ও হামলার চেষ্টা করেন। আদালত আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখন আদালতের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
উল্লেখ্য, গত সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে অভিযান চালিয়ে ছাত্রলীগের ১০ জনকে গ্রেফতার করে নরসিংদী মডেল থানা পুলিশ। তাদেরকেই বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে।