কবরস্থান থেকে পিস্তল-ম্যাগাজিনসহ দেশীয় অস্ত্র উদ্ধার
- রংপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:৫৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় যৌথ অভিযানে কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় কালো ট্রাভেল ব্যাগে পিস্তল ও ম্যাগাজিনসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গঙ্গাচড়ার আরাজি নিয়ামত মৌলভীবাজার এলাকায় স্থানীয় কবরস্থান থেকে পিস্তল ও ম্যাগাজিনসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, বুধবার রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে আরাজী নিয়ামত মৌলভীবাজার এলাকায় সেনাবাহিনীর ৩০ বেঙ্গল অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি কালো ট্রাভেল ব্যাগে দুটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়।
‘উদ্ধারকৃত অস্ত্রগুলো থানায় হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’