ভালুকায় যুবদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশঃ ০৮:০০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

November 16/Messenger_creation_B796D448-5886-4EEA-8D5A-F5CD1E91245F.jpeg

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আওয়ামীলীগের অপপ্রচার, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, ফ্যাসিস্টদের দোসররা এখনো দেশে বিভিন্ন অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। এই দেশে স্বৈরাচার হাসিনার কোনো জায়গা হবে না। আমরা যুবদলের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলবো।

এসময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলাউদ্দিন মৃধা, আঃ সাত্তার মাস্টার, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির, ইলিয়াস আহাম্মেদ, যুবদলনেতা আতিকুল ইসলাম সোহাগ,আলফাজ উদ্দিন মৃধাসহ অন্যান্যরা। বক্তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি জানান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×