সাবেক চার রাষ্ট্রপতির ম্যুরাল ভাঙচুর


Feb 2025/Four President.jpg

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় সাবেক চার রাষ্ট্রপতির ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ম্যুরালে ভাঙচুর চালান একদল শিক্ষার্থী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, মো. জিল্লুর রহমান ও মো. আবদুল হামিদের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ওই তিন নেতার পাশাপাশি শেখ মুজিবুর রহমানের ছবি-সংবলিত একটি ম্যুরাল নির্মাণ করা হয় বাজিতপুর বাজারে। রাজনৈতিক পটপরিবর্তনের পর ম্যুরালটিতে ভাঙচুর চালানো হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ম্যুরালের সামনে অবস্থান নেন। পরে শেখ মুজিবের ছবিটি ভাঙচুর করেন তারা।

এদিকে, এমপি মার্কেটের অবস্থান ম্যুরাল লাগোয়া। বাজিতপুর-নিকলী উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৫ আসনের টানা চার বার সাংসদ ছিলেন মো. আফজাল হোসেন। তিনি বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মার্কেটটির মালিক তিনি।

ম্যুরাল ভাঙচুরের সময় এমপি মার্কেটে ভাঙচুর হতে পারে, এমন ধারণায় ব্যবসায়ীরা দোকান থেকে পণ্য সরিয়ে অন্যত্র নিয়ে রাখেন।

ব্যবসায়ীরা বলেন, ‘এই মার্কেটে আফজাল হোসেনের রাজনৈতিক কার্যালয় ছিল। গত ৫ আগস্টের পর মার্কেটে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সে অভিজ্ঞতা থেকে ব্যবসায়ীরা আগেভাগে পণ্য সরিয়ে নেন।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×