ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার


Feb 2025/Sohel Rana.jpg
সোহেল রানা সনি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল রানা সনিকে নগরীর বাবুপাড়া আশরাতপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

পুলিশ জানায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন ছাত্রলীগের এই নেতা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার ঘটনাসহ একাধিক মামলা রয়েছে। আপাতত তাকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ওমর ফারুকের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

শাহ আলম বলেন, ‘সনিকে গোপন সংবাদের ওপর ভিত্তি করে রংপুর সিটির আশরতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে চালান দেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×