মির্জা আজমের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ


Feb 2025/Azam.webp

জামালপুর শহরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের বকুলতলা এলাকায় দুই তলা বাড়িতে ভেকু দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, ‘ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ছাত্র-জনতা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে। জামালপুরেও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাসায় অগ্নিসংযোগ করা হয়েছিল। আমরা এসে ছাত্র-জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×