ধানমন্ডির ৩২ নম্বরে জনস্রোতে আওয়ামী লীগের নেতা পল্লব! টের পেল না কেউ


Feb 2025/Pallab.jpg
আবুল কাশেম পল্লব

সিলেটের আলোচিত নাম আবুল কাশেম পল্লব। নানা সময় বিগত সরকারের আমলে আলোচনা আর সমালোচনায় সব সময় খবরের শিরোনামে ছিলেন এই নেতা। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর সিলেটের বিয়ানীবাজার উপজেলাসহ সিলেটের বিভিন্ন উপজেলায় তার নামে একাধিক মামলার পর থেকেই আত্নগোপনে চলে যান তিনি। 

বিতর্কিত নির্বাচন থেকে শুরু করে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচনায় থাকা আবুল কাশেম পল্লবকে এবার দেখা গেল শেখ মুজিবের ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িতে। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, ছাত্রজনতা শেখ মুজিবের বাড়ি ভাঙছে এ সময় পল্লব ভিডিও ধারণ করছেন এবং তার চেহারা সেলফি ক্যামেরায় দেখাচ্ছেন। 

এত জনস্রোতের মধ্যে আবুল কাশেম পল্লবকে কেউ চিনতে পারেনি। হত্যা মামলার আসামি হয়ে এখনো আবুল কাশেম পল্লব ঘুরে বেড়াচ্ছেন এ নিয়ে স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে সর্ব মহলে ক্ষোভ রয়েছে। 

উল্লেখ্য, শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেইসবুক পেইজে বক্তব্য দেবেন- এমন সংবাদের পর থেকেই সারাদেশে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রজনতা যার প্রেক্ষিতে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার ঘোষণা দেয়। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×