নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রীর বাড়ি ও পার্টি অফিস ভাঙচুুর


Feb 2025/Sadan.webp

নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারের বাড়ির সামনের অংশ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়ির ভেতরে আগুন দেওয়া দেওয়া হয়েছে। এছাড়া একাধিক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, আগুনসহ লুটপাট করা করা হয়েছে।  

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় অবস্থিত সাবেক মন্ত্রীর বাড়িতে এই ঘটনা ঘটে।

এ সময় মাইক ভাড়া করে গানের তালে তালে নেচে গিয়ে অনেককে উল্লাস করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল চারটর শহরের সরিষা হাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙতে ভেকু মেশিনের অপেক্ষায় থাকে হাজারও মানুষ। এক ঘণ্টা ধরে ভাঙা হয় দলীয় কার্যালয় ও সদর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাড়ি। এ সময় বাড়িতে লুটপাট চালানো হয়। 

এ সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ‘গণশৌচাগার’ লেখা একটি ব্যানার টানিয়ে দেয় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নওগাঁ চেম্বার অফ কমার্স ইন্ড্রাস্ট্রির সাবেক সভাপতি ইকবাল সাহারিয়ার রাসেলের বাড়ির গেট ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। একই সময় পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান শিষান আহমেদ ছেকারের বাড়িও ভাঙচুর করা হয়। এই ভাঙচুর, আগুন চলে রাত সাড়ে আটটা পর্যন্ত। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×