সিলেটে সেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৫৯ এম, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
/sylhet.jpg)
সিলেটে সাবেক কাউন্সিলর ও মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের পীর মহল্লার বাসায় আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯:৩০ মিনিটের দিকে তার বাসায় একদল এসে আগুন দিয়ে চলে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগিয়ে দেয়ার পর ধোঁয়া উড়তে থাকার সাথে সাথেই ফায়ার সার্ভিস এসে আগুন নিবিয়ে দেয়। তবে কে বা কারা আগুন ধরিয়েছে কেউ বলতে পারছেন না।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘স্থানীয়রা জানিয়েছে, প্রথমে একদল লোক মোটরসাইকেল নিয়ে আসেন। পরে আরও লোক জড়ো হয়ে আগুন দিয়ে চলে যায়। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা আগুন দিয়েছে, সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’