হিজল গাছে ঝুলছিল কিশোরের মরদেহ
- মাদারীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:২১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

মাদারীপুর জেলার ডাসার উপজেলায় শাওন তালুকদার (১৮) নামে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডাসার ইউনিয়নের পূর্ব কমলাপুর গ্রামে কিশোরের পরিবার বাড়ির পাশে শাহ আলম তালুকদারের হিজল গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
নিহত শাওন তালুকদার উপজেলার ছালাম তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতের কোন এক সময় সবার আগোচরে বাড়ির পাশে হিজল গাছের সঙ্গে রশি বেঁধে ঝুলে আত্মহত্যা করে সে। পর দিন সকালে তার খোঁজ না পেয়ে বাবা-মা তাকে খুজতে গেলে সকালে বাড়ীর পাশের একটি বাগানে ওই তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন।
নিহত শাওন রাজমিস্ত্রীর কাজ করতেন। সে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানান স্বজনরা।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের পাঠিয়েছেন। এ ঘটনায় ডাসার থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতের মর্গে পাঠানো হয়েছে।’