রাতের আঁধারে এক কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি, স্থানীয়দের মধ্যে আতংক
- ভোলা প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:৩৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

ভোলা জেলার দৌলতখান উপজেলায় রাতের আঁধারে এক কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
দৌলতখানের উত্তর জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামাল পাটোয়ারী বাড়ি জামে মসজিদের পাশে মীর বাড়ির পারিবারিক কবরস্থানে শুক্রবার (৭ ফেব্রুয়ারি )রাতে এ ঘটনা ঘটে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে বিষয়টি স্থানীয়দের চোখে পড়ে। এতে এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার মৃত লতিফ হাওলাদার, হাজেরা বেগম, আবুল খায়েরসহ আরও দুই ব্যক্তির কবর থেকে কঙ্কাল চুরি গেছে।
স্থানীয় বাসিন্দা নুর সলেমান বলেন, ‘মীর বাড়ির পারিবারিক কবরস্থানে প্রায় ৫০টির বেশি কবর রয়েছে। সেখান থেকে ভোর রাতে ৫ টি কবর থেকে কঙ্কাল চুরি হয়। হঠাৎ কঙ্কাল চুরি হওয়ায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।’
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা তদন্ত করবে পুলিশ। কঙ্কাল চোরদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’