আশুলিয়ায় ঝুটবোঝাই ট্রাক ছিনিয়ে নিতে গেলে সংঘর্ষ


5Feb 2025 (Naeem)/asulai-savar.webp

আশুলিয়ায় ব‍্যবসা দখল ও ঝুটবোঝাই ট্রাক ছিনিয়ে নিতে গেলে দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জামগড়া এলাকার ব্রকহিল মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গোডাউনের শ্রমিক মঞ্জু গুলিবিদ্ধ এবং ইটের আঘাতে আহত হয়েছেন ট্রাকচালকের সহকারী।

দুই গ্রুপের মধ‍্যে শরীফ বিএনপির সাবেক সংসদ সদস‍্যের অনুসারী ও স্থানীয় বিএনপি নেতা বলে জানা গেছে। তবে তিনি দলের কোন পদে আছেন সেটা জানা যায়নি।  অপর দিকে, বকুল ভুঁইয়া ঢাকা মহানগর উত্তর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক দাবি করলেও তার ছেলে রনি ভুঁইয়া স্থানীয় যুবলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

এ ছাড়াও এই সংঘর্ষের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ‍্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে বাপ্পী নামে একজনের হাতে পিস্তল ও গুলি ছোড়ার দৃশ‍্য দেখা গেছে।

স্থানীয় ও প্রত‍্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন যাবৎ জামগড়া চৌরাস্তার পাশে অবস্থিত প্রীতি গ্রুপের ঝুট ব‍্যবসা করে আসছিলেন জামগড়া এলাকার বাসিন্দা বকুল ভুঁইয়া। রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১টার পর প্রীতি গ্রুপের কারখানা থেকে ঝুট বের করার জন‍্য ট্রাকের মধ‍্যে মালামাল লোড করছিলেন তিনি। তবে বেশ কিছুদিন যাবৎ একই এলাকার বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস‍্য সালাউদ্দিন বাবুর অনুসারী শরীফ ওই কারখানার ঝুট ব‍্যবসা দখলের চেষ্টা করে আসছিলেন।

এদিকে, কারখানা থেকে ঝুটবোঝাই ট্রাক নিয়ে নাভানার পাশে নিজেদের গোডাউনের উদ্দেশে রওনা দেয় তারা। পরে জামগড়া চৌরাস্তা পার হয়ে ব্রকহিল মার্কেটের সামনে পৌঁছালে শরীফের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী বাপ্পীসহ ২০-৩০ জন লোক পিস্তল হাতে নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় একজন গুলিবিদ্ধ হন। এ ছাড়াও দুপক্ষের মধ‍্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ।

এ ব‍্যাপারে বকুল ভুঁইয়া বলেন, ‘প্রীতি গ্রুপের সঙ্গে চুক্তির মাধ‍্যমে দীর্ঘদিন যাবৎ ঝুট ব‍্যবসা করে আসছি। আজকে দুপুরে ঝুটবোঝাই ট্রাক নিয়ে গুদামে যাওয়ার পথে ব্রকহিল মার্কেটের সামনে পৌঁছালে শরীফ জামগড়া এলাকার সন্ত্রাসী বাপ্পীসহ ২০-৩০ জনের বাহিনী নিয়ে মালামালভর্তি ট্রাক ছিনিয়ে নেওয়ার জন‍্য অতর্কিতে হামলা চালায়।’ এ সময় তার দুজন কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি ।

অন‍্যদিকে, বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. সালাউদ্দিনের অনুসারী শরীফের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব‍্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশের দুটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করা হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×