দিনদুপুরে পুলিশের সামনে ডাকাতি, টাকা লুট
- কুড়িগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৩৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
/clmr-dakat.jpg)
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমিনুল ইসলাম নামের এক যাত্রী আহত হয়েছেন। তিনি রৌমারীর কোমড়ভাঙি এলাকার বাসিন্দা।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চর কড়াই বরিশাল এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে চিলমারীর জোড়াগাছ বাজার থেকে একটি নৌকায় করে কয়েকজন গরু ব্যবসায়ী রৌমারীর দিকে যাচ্ছিলেন। একইসময় রৌমারীর কোদালকাটি ও পাখিউড়া থেকে দুটি নৌকা চিলমারীর দিকে আসে। নৌকা তিনটি চিলমারীর কড়াই বরিশাল এলাকায় পৌঁছালে একদল ডাকাত গরু ব্যবসায়ীদের নৌকা আটকে দেয়। পরে নৌকায় থাকা কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় ডাকাতদল।
প্রত্যক্ষদর্শী নৌকার মাঝি মোসলেম উদ্দিন বলেন, ‘গরু ব্যবসায়ীদের নৌকায় ডাকাতি করতে এসে আমার নৌকাতেও ডাকাতি করে। ডাকাতরা ১০-১৫ জন ছিল। প্রথমে তারা একটা ফাকা গুলি করেছে। এসময় পাশে পোশাক পরা তিনজন পুলিশ ছিল। কিন্তু তারা এগিয়ে আসেনি।’
কড়াই বরিশাল এলাকার বাসিন্দা আজম মিয়া জানান, গুলির শব্দ ও যাত্রীদের চিৎকারে ঘাটের কাছে থাকা স্থানীয়রা এগিয়ে আসেন। তারা নৌকা নিয়ে ধাওয়া করলে ডাকাতরা পালিয়ে যান। এসময় ঘাটে তিনজন পুলিশ ও তাদের একটি নৌকা দাঁড়িয়ে থাকলেও পুলিশ এগিয়ে আসেনি।
চিলমারী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘কড়াই বরিশাল ঘাটের পাশে নৌকা ডাকাতির ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশেই তিন পুলিশ সদস্য নির্বাক দাঁড়িয়ে ছিলেন।’
তবে ঘটনাস্থলে পুলিশ থাকার বিষয়টি অস্বীকার করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান।
তিনি বলেন, `সেখানে কোনো পুলিশ ছিল না। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
এরআগে গত ২৯ জানুয়ারি ব্রহ্মপুত্র নদের অষ্টমীর চরের যুগ্নি ধোওয়া এলাকায় এবং ২১ ডিসেম্বর দুইশ বিঘার চরে নৌ ডাকাতির ঘটনা ঘটে।