ময়মনসিংয়ে বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে প্রবাসফেরত স্বামীকে হত্যা


Mymensingh-jugde.jpg

ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামীকে হত্যার ঘটনায় প্রেমিকসহ স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন।

আমৃত্যু কারাদণ্ড দেওয়ার পাশাপাশি দুজনকে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. শামীম উল আজম খান জানান, ২০১১ সালের ২৮ জুন বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে প্রবাসফেরত হেলাল উদ্দিনকে ঘুমের ঔষধ খাইয়ে কুপিয়ে হত্যা করে মাসুম। এতে সহযোগিতা করে হেলালের স্ত্রী হাফিজা খাতুন।

পরে স্থানীয়দের ও পুলিশকে হাফিজা খাতুন জানায় ডাকাত তার স্বামীকে হত্যা করে স্বর্ণালংকার ও টাকাপয়সা নিয়ে পালিয়ে গেছে। পরে পুলিশ দীর্ঘ তদন্তের পর হেলাল হত্যা মামলায় তার স্ত্রী ও মাসুমের জড়িত থাকার প্রমাণ পায়। হাফিজা খাতুনের দুই মেয়ে রয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে মাসুম।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×