সীমান্তে বিএসএফ মসজিদের সামনে সিসি ক্যামেরা বসিয়েছে
- কুড়িগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৫৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫
/bannsjhani-seemante-dudeser-seemant-rekhay-msjider-samner-gache-ekti-sisi-kzamera-.jpg)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশঝানি সীমান্তে দু’দেশের সীমান্ত রেখায় অবস্থিত একটি মসজিদের সামনের গাছে একটি সিসি ক্যামেরা লাগিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতের আঁধারে সীমান্তের আলোচিত বাঁশঝানি ঝাকুয়াটারী জামে মসজিদের সামনের গাছে সিসি ক্যামেরা স্থাপন করে বিএসএফ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে দেখতে পেয়ে আপত্তি জানিয়েছে বিজিবি। দুপুর পর্যন্ত এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল বলে বিজিবি সূত্রে জানা গেছে।
সীমান্ত বাসীরা জানান, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশঝানি সীমান্তে নোম্যান্স ল্যান্ডের আলোচিত মসজিদটিতে দুই দেশের মানুষ নামাজ পড়ে। প্রায় দুই বছর ধরে বিএসএফের বাধায় মসজিদটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে মসজিদের সামনের গাছে সিসি ক্যামেরা দেখা যায়। দুই দেশের সীমান্ত বাসীদের মধ্যে এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে বিজিবির পক্ষ থেকে আপত্তি জানানো হলে ওই সীমান্তে অনানুষ্ঠানিক আলোচনায় বসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীরা। সোমবার দুপুর পর্যন্ত আলোচনা চলছিল। অন্যদিকে সিসি ক্যামেরাও দেখা গেছে। আলোচনার সময় সর্বসাধারণকে আশপাশে থাতে দেয়নি বিজিবি।
জানা গেছে, সকাল থেকে বিষয়টি নিয়ে কয়েক দফা পতাকা বৈঠক হয়েছে বিজিবি ও বিএসএফের মধ্যে। পাশে সীমান্ত এলাকায় বিপুলসংখ্যক বিএসএফ সদস্য মোতায়েন করার কথাও বলছেন স্থানীয় বাসিন্দারা। এতে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বিজিবি বলছে, এটি বড় ঘটনা নয়। নির্মাণাধীন মসজিদের কাজ গোপনে যাতে করতে না পারে সে কারণে তারা সিসি ক্যামেরা লাগিয়েছে। বিজিবির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। সেটি খুলে নেয়ার কথাও বলেছে বিএসএফ।
বিজিবির কুড়িগ্রাম ২২ ব্যাটায়িনের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে আপত্তি জানালে বিএসএফ তা অপসারণের আশ্বাস দিয়েছে।