সিলেটে অপারেশন ডেভিল হান্টে ৪ জন আটক
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:১৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫
/devil hunt.png)
সারাদেশের ন্যায় সিলেট জেলায় শুরু হয়েছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট এরই ধারাবাহিকতায় সিলেট মহানগরসহ দক্ষিণ সুরমা উপজেলায় মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) এবং সোমবার (১০ ফেব্রুয়ারি) বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করা হয়। গ্রেফার হওয়াদের মধ্যে আওয়ামীলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও শাহপরাণ বহর আবাসিক এলাকার মৃত মাওলানা জামিল আহমদের ছেলে জাহেদ আহমদ (৩৪) এবং দক্ষিণ সুরমা উপজেলার লালারচক গ্রামের আবদুল খালিকের ছেলে উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য আবদুল জলিল তালুকদার। তেতলি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল তালুকদার। মোগলাবাজার ইউনিয়নের মৌজপুরের নারায়ণ চন্দের ছেলে উপজেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক নয়ন চন্দ ওরফে নয়ন আদিত্য (২৪)।
দক্ষিণ সুরমার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ও মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, `গ্রেফতারকৃতদের বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলা গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।'