নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী নিহত


Feb 2025/Truck.jpg

নোয়াখালী জেলার সদর উপজেলা চরমটুয়া ইউনিয়নে ট্রাকের নিচে চাপা পড়ে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে একজন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের বৈকন্ঠপুর ভূইয়া বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালামের ছেলে আরাফাত (৫)ও সাদ্দাম হোসেনের মেয়ে আসমা (৫) স্থানীয় দারুস সালাম ইসলামীয়া মাদ্রাসা প্রথম জামাতে পড়ে।

জানা যায়, বৈকন্ঠপুর উজিবাড়ীর সাদ্দাম নামে নামে এক ব্যক্তি সকালে তার মেয়ে ও ভাগিনাকে সাইকেলে করে মাদ্রাসার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নতুন হাটু -মাইজদী সড়কে দ্রুত গতির ট্রাকের নিচে চাপা পড়ে যান। এ সময় ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে তাৎক্ষণিক দুই মাদ্রাসা শিক্ষার্থী মারা যায়। এর মধ্যে একজন সাদ্দাম হোসেনের মেয়ে অন্যজন আবুল কালামের ছেলে ছিল। আরাফাতের অবস্থা খারাপ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান।

এ নিয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনা জানান, এ ঘটনায় একটি ট্রাক আটক করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×