ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
- নরসিংদী প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:৩১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার সাহেপ্রতাব বাসস্ট্যান্ডে এ অবরোধ করা হয়। এ সময় ইনস্টিটিউটের কয়েক শত শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে নিয়ে মহাসড়কে অবস্থান ও স্লোগান দেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শিক্ষার্থীদের দাবি, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। কিন্তু উদ্যেশ্যমূলকভাবে নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধ করে আগামী এক সপ্তাহের মধ্যে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে বলা হয়।
তারা বলেন, ‘আমরা এ রকম হঠকারী সিদ্ধান্ত মানি না। আমাদের দাবি নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজকে চালু রাখতে হবে।’
দাবি না মানা অবধি ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তারা থাকবেন বলে জানান।
প্রসঙ্গত, এর আগে একই শিক্ষার্থীরা নানা দাবিতে দফায় দফায় মানববন্ধনসহ মহাসড়ক অবরোধ ও তাঁত বোর্ডের চেয়ারম্যানসহ অন্তত ১৫ কর্মকর্তাকে অবরুদ্ধ করেছিলেন তাঁত বোর্ড থেকে বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে যাওয়ার দাবিতে।