কোয়ার্টার থেকে ডিবি পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার


February 4 2025/ewt wet wet rwet.jpg

রাজশাহী মহানগরীতে সরকারি কোয়ার্টার থেকে পুলিশের এক এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় ওই বাসা থেকে আমিনুল ইসলাম (৩৯) নামের ওই পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ওই এএসআই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। থাকতেন নগরীর হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে। গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শিবনগর। বাবার নাম মৃত আজিম উদ্দিন প্রামানিক। তিনি স্ত্রী এবং ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়েকে নিয়ে কোয়ার্টারে থাকতেন।

পুলিশ জানিয়েছে, রাত ৩টার দিকে আমিনুল ইসলামের স্ত্রী স্বামীর ঝুলন্ত লাশ দেখে থানায় ফোন করেন। পুলিশ গিয়ে একটি ঘরে ফ্যানের সঙ্গে আমিনুলের গলায় শাড়ি প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পান। আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, রাত ১১টার দিকে বাইরে থেকে বাসায় যান আমিনুল। তারপর তিনি আলাদা ঘরে শুয়ে ছিলেন। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আশরাফুল ইসলাম বলেন, গ্রামের বাড়ি থেকে আমিনুলের পরিবারের লোকজন এসেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এএসআই আমিনুল ইসলাম আত্মহত্যা করেছেন। তবে আমরা কারণ নিশ্চিত হতে পারিনি। এ বিষয়ে তদন্ত চলছে। পুলিশি তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×