পাবনায় দুদকের গণ শুনানি উপলক্ষে প্রচারপত্র বিলি


Feb 2025/Pabna Dudok.jpg

আগামী ২৬ ফেব্রুয়ারি পাবনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন ও কমিশনার (অনুসন্ধান) হাফিজ আহসান ফরিদ সরাসরি সেবা প্রত্যাশি মানুষের গণ শুনানিতে অংশ নেবেন।

এ উপলক্ষে বুধবার (১২ ফেব্রুয়ারি) শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে প্রচারপত্র বিলি করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দুদক পাবনার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম সরকার, উপ-সহকারি পরিচালক মো. ইশতিয়াক আহমেদ, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পাবনার সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান, দৈনিক মানবজমিন ও একুশের টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী।

এর আগে পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোরতাজা আলী খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম সরকার ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পাবনার সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান। পরে তারা বিভিন্ন অভিযোগ কেন্দ্র পরিদর্শন করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×