যুবদল নেতাকে পেটানোর ঘটনায় বিএনপি নেতাকে শোকজ


Feb 2025/Jahirul Alam.jpg
জহিরুল আলম বাচ্চু

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা যুবদল নেতাকে পেটানোর ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল আলম বাচ্চুকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহ আহম্মদ ও সদস্যসচিব শফিকুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়।

মারধরের শিকার ফরহাদ হোসেন উপজেলার বামনী ইউনিয়ন যুবদলের সদস্য। তিনি বামনীর ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি।

ফরহাদ হোসেন বলেন, ‘লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে বাচ্চু আমাকে খাবার হোটেলে প্রকাশ্যে মারধর করেন। ঘটনাটি আমি দলের সিনিয়র নেতাদের জানিয়েছি।’

এ নিয়ে লেহ আহম্মদ বলেন, ‘বিএনপির নেতা বাচ্চু সোমবার (১০ ফেব্রুয়ারি) রায়পুর বাজারে প্রকাশ্যে যুবদলের ফরহাদকে পিটিয়েছেন। এ জন্য বাচ্চুকে শোকজ করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তাকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×