জামায়াতপন্থী আইনজীবীদের ওপর বিএনপিপন্থীদের হামলা, আহত তিন
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশঃ ১০:২৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনী মনোনয়ন ফরম জমাদানকে কেন্দ্র জামায়াতপন্থী আইনজীবীদের ওপর বিএনপিপন্থীদের বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা জামায়তপন্থী আইনজীবীদের নির্বাচনী প্রার্থী ফরম ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় নারী ও শিশু কোর্টের পিপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী (পটুয়াখালী) জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী রুহুল আমিন শিকদার গুরুতর আহত হয়েছেন। এছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলার আমির আইনজীবী নাজমুল আহসান ও বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি আইনজীবী মহিউদ্দিন আহম্মেদ আহত হন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি চত্বরে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার জামায়াতপন্থী আইনজীবীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী ফরম জমা দেয়ার উদ্দেশে বের হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী জামায়াতপন্থী আইনজীবীদের পথরোধ করেন এবং হামলা শুরু করেন। এ সময় জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা শাখা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রুহুল আমিন শিকদার, বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলার আমির আলহাজ্ব এ্যাড. নাজমুল আহসান ও বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাড. মহিউদ্দিন আহম্মেদ আহত হন। পরে আহতদের উদ্ধার করে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি আইনজীবী মহিউদ্দিন আহম্মেদ অভিযোগ করে বলেন, ‘কোর্ট শেষে নির্বাচনী ফরম জমা দিতে গেলে আইনজীবী শরীফ সালাউদ্দিনের নেতৃত্বে আইনজীবী মাহবুবুর রহমান সুজন, আরিফুর রহমান রিয়াজ ও আবুল কালাম আজাদের (জাসদ) নেতৃত্বে হামলা করে ফরম ও ফরম দাখিলের টাকা ছিনিয়ে নিয়ে গেছে।’
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত বিএনপিপন্থী আইনজীবী মাহবুবুর রহমান সুজন সংবাদ মাধ্যমকে কোন সদুত্তর দিতে পারেন নি।