অভিযানে গিয়ে হামলার শিকার এসিল্যান্ড-এসআই, আটক দুই


Feb 2025/AC Land SI.jpg

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় কৃষি জমির মাটি অবৈধভাবে ড্রেজার দিয়ে কেটে বিক্রির অভিযোগে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। তবে অভিযানে গিয়ে হামলায় এসিল্যান্ড-পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে দীর্ঘ দিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা সিন্ডিকেট কৃষি জমি অবৈধ ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছে। অভিযোগ পেয়ে মো. রেদওয়ান আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অবৈধভাবে মাটি কাটার মেশিন উচ্ছেদ করতে গেলে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মুবারকপুর গ্রামের জামালের ছেলে শাহিন, লক্ষ্মীপুর গ্রামের হোসেনের ছেলে হাসেন, তার স্ত্রী সেলিনা, বোন সাথী, ওহাবের ছেলে শরীফ, আব্দুল কুদ্দুসের ছেলে জামিরসহ ২০-৩০ জন এসিল্যান্ড ও পুলিশের ওপর হামলা চালায়। এতে মো. রেদওয়ান আহমেদ, এসআই মো. মোহসিন (৩২), কনস্টেবল আতিকুর রহমান, সজল, নুরুল আবসার, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভূমি কর্মকর্তা জয়নার আবেদিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সায়রাত সহকারী শাহাদাৎ হাসান আহত হন। 

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘হামলায় জড়িত হাসেনের স্ত্রী সেলিনা ও বোন সাথীকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।’ 

মো. রেদওয়ান আহমেদ বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হামলা চালানো হয়। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×