বিএনপির বিক্ষোভের পরেই বদলে গেল কলেজের নাম, প্রজ্ঞাপন জারি


Feb 2025/Betbunia.jpg

রাঙামাটির সাবেক সাংসদ ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের নামে থাকা কাউখালী উপজেলার ‘দীপংকর তালুকদার কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ করার সিদ্ধান্ত জানিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এর আগে কলেজটির নাম পরিবর্তনের দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কাউখালী উপজেলা বিএনপি। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মুহাম্মদ রিজাউল করিমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। চিঠির একটি কপি দেওয়া হয় কাউখালী উপজেলা বিএনপির সভাপতি বরাবরও। গত সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির বিক্ষোভের পরেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত জানায় জেলা পরিষদ।

প্রজ্ঞাপনের আদেশে বলা হয়, ‘দীপংকর তালুকদার কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ' নামকরণ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন করার জন্য চলতি বছরের ১৬ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে সরকারি নির্দেশনা রয়েছে।’

এ বিষয়ে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বেতবুনিয়াসহ কাউখালী উপজেলাবাসী সবাই চায় সরকারি অর্থায়নে কোন প্রতিষ্ঠান ব্যক্তির নামে হতে পারে না। সাধারণ মানুষের প্রাণের দাবি, বেতবুনিয়া দীপংকর কলেজের নাম পরিবর্তন করে বেতবুনিয়া কলেজ নামকরণ করা। আমাদের দাবি মেনে নিয়ে সরকারি নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে। তাই আমরা কাউখালীবাসী ও বেতবুনিয়ার আপামর জনতা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।’

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, ‘স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে আমরা কলেজটির নাম পরিবর্তন করে বেতবুনিয়া কলেজ নামেই কার্যক্রম চালানোর নির্দেশনা দিয়েছি।’

এর আগে, গত সোমবার কলেজের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করে কাউখালী উপজেলা বিএনপি। এই সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপিও দেন তারা।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রতিষ্ঠিত হলেও ২০২৪ সালের আগস্ট মাস থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যাচ নিয়ে পথচলা শুরু করে দীপংকর তালুকদারের নামের এই কলেজ। প্রথম বছরেই ১৬৬ জন শিক্ষার্থী ভর্তি হয় কলেজে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে যাত্রা শুরু করা এই কলেজটির মূল উদ্যোক্তা ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

শিক্ষা বোর্ডের শর্ত মেনে ২৫ লাখ টাকা অনুদান দেওয়ায় দীপংকর তালুকদারের নামে কলেজটির নামকরণ করা হয় বলে সেই সময় জানিয়েছিলেন তিনি। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সোমবার কলেজটির নাম পরিবর্তনের দাবি তোলে বিএনপি। তারই পরিপ্রেক্ষিতে পরিবর্তন হলো কলেজটির নাম। এর মধ্যে গত ১০ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগের নিজ বাসা থেকে গ্রেফতার হয়েছেন দীপংকর তালুকদারও।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×