নাটোরে আটক বিএনপি নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ


15Feb Naeem/nator-bnp.webp

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালপুর থানা ঘেরাও কর্মসূচি শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে লালপুর ত্রিমোহনীতে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। এর ফলে লালপুর-গোপালপুর, লালপুর-বাঘা এবং লালপুর-ঈশ্বরদী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আটককৃতরা হলেন—লালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খোকন (৫০) তার ছেলে অনিক (২৪) এবং ফিরোজ (৩২)।

আটককৃতদের পরিবার ও বিক্ষোভকারীদের অভিযোগ, গতকাল রাত সাড়ে ১২টার দিকে লালপুর সেনা ক্যাম্পের সদস্যরা খোকনের বাড়ি ঘিরে ফেলে। এরপর ঘরে ঢুকে তাদের ব্যাপক মারধর করে এবং তুলে নিয়ে যায়। আটক নেতাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও তারা জানান। খোকনের স্ত্রী রত্না বেগম বলেন, আমার স্বামী ও দুই সন্তানকে নির্যাতন করে নিয়ে গেছে, আমরা তাদের মুক্তি চাই।

এ বিষয়ে জানতে লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন রশীদ পাপ্পুর বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। আটক তিনজন আওয়ামী লীগের আমলে ব্যাপক নির্যাতিত। আওয়ামী লীগের নেতা মতিউর রহমান মতি ও জাহাঙ্গীর তাদের থেকে অনেক চাঁদাবাজি করেছে সেইসময়ে। পটপরিবর্তনের পরে সেই টাকা ফেরত চাইলে তারা (আওয়ামী লীগ নেতারা) দিতেও চায়। বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ২০ হাজার টাকা ফেরত দেয় এবং এর একটি ভিডিও করে পুলিশ ও সেনাবাহিনীর কাছে দেয় তারা। এরপর সেনাবাহিনী খোকনের বাড়িতে গিয়ে তাকে ও তার সন্তানদেরকে তুলে নিয়ে আসে এবং ব্যাপক মারধর করে। এর প্রতিবাদেই নেতাকর্মী ও এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন। বিষয়টি আসলেই দুঃখজনক।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, গতকাল রাতে সেনাবাহিনী আটক করে তাদের থানায় দিয়ে যায়। থানায় কোনো চাঁদাবাজির অভিযোগ নেই। বিষয়টি আমরা দেখছি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×