কবরস্থান পরিষ্কার করতে গিয়ে দেখা গেল পাঁচ ‘কঙ্কালের’ খুলি নেই


Feb 2025/Graveyard khuli.jpg

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে একটি কবরস্থানের পৃথক পাঁচ কবর থেকে ‘কঙ্কাল’ চুরির ঘটনা ঘটেছে। শ্রীনগরের পূর্ব বেঁজগাঁও কবরস্থানে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শবেবরাত উপলক্ষে কবরস্থান পরিষ্কার করতে গেলে স্থানীয় মুসল্লিরা কবর খোঁড়া দেখতে পায়।

পূর্ব বেঁজগাঁও কবরস্থানের সভাপতি আবুল কালাম কানন জানান, সাধারণত পবিত্র শবেবরাতের রাতে মুসল্লিরা কবরস্থান জিয়ারত করতে যান। এ জন্য শুক্রবার সকাল ৯টার দিকে পূর্ব বেঁজগাঁও কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করতে যান মুসল্লিরা। এ সময় তারা পৃথক ৫ কবর খোঁড়া অবস্থায় দেখতে পান।

জেলার শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘ওই কবরস্থানের সভাপতির কাছ থেকে খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সেখানে ৫ কবর খোঁড়া অবস্থায় দেখা গেছে। ওই কবরগুলো থেকে খুলি নিয়ে যাওয়া হয়েছে।’

‘ধারণা করা হচ্ছে, রাতে কবর থেকে খুলিগুলো চুরি করা হয়েছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×