নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার


15Feb Naeem/cu-arrest.jpg

নোয়াখালীতে ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। এ নিয়ে গত ৭ দিনে ৭২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। এর আগে শনিবার (১৬ ফেব্রুয়ারি) জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী। তার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সুধারাম থানা থেকে দুইজন, বেগমগঞ্জ থানা থেকে দুইজন, কোম্পানীগঞ্জ থানা থেকে দুইজন ও হাতিয়া থানা থেকে একজনকে গ্রেপ্তার করে। এসব অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ একযোগে কাজ করছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুধারাম মডেল থানার ছাত্রলীগের সক্রিয় সদস্য নাঈমুল ইসলাম বিকি (৩২), যুবলীগের সক্রিয় সদস্য আব্দুল্লাহ আল মামুন পিয়াল (৩৮), বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান (৫২), কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন (৪৫), পৌরসভা যুবলীগের সদস্য তানভীর হোসেন (৩৯) ও হাতিয়া আওয়ামী লীগের সক্রিয় সদস্য রুবেল হোসেন (২৭)।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম ঢাকা পোস্টকে বলেন, অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত ৭ দিনে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×