কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ যুবকের


15Feb Naeem/acc.jpg

মাদারীপুরের শিবচরে বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকার সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- লিমন বেপারী (২১) ও নয়ন (১৮)। তাদের মধ্যে লিমন বেপারী শিবচরের দ্বিতীয়খণ্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে ও নয়ন মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তম হাওলাদারের ছেলে। তারা দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

স্থানীয়রা জানান, সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই লিমন বেপারী মারা যান। গুরুতর আহত হন নয়ন।
তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মারা যায়। 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে ও আরেকজনকে ঢাকায় নেওয়ার পথে মারা যায়। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×