আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির ছাত্রলীগ নেতা গ্রেফতার


15Feb Naeem/abu-saed-killing.jpg

কোটা আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারী) ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর দুর্গম চর এলাকা থেকে গ্রেফতার করেছে পিবিআই পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ।

এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় ইমরান চৌধুরী আকাশকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×