দেশের ক্রীড়া ও সংস্কৃতিকে এগিয়ে নিতে নেতৃত্ব দিচ্ছে বিএনপি: ফখরুল


Feb 2025/Fakhrul sports.jpg

দেশের ক্রীড়া ও সংস্কৃতিকে এগিয়ে নিতে বিএনপি নেতৃত্বে দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (বড় মাঠ) জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, `দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দিক-নির্দেশনায় দেশের ক্রীড়া ও সংস্কৃতিকে এগিয়ে নিতে নেতৃত্বে দিচ্ছে বিএনপি। ছাত্র-জনতা ২৪’-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ করে দিয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তা সকলকে গ্রহণ করতে হবে।’
 
তিনি আরো বলেন, ‘গণতন্ত্রকে পতাকায় রূপ দিতে হলে নির্বাচনেই একমাত্র পথ যার মাধ্যমে আমরা গন্তব্যে পৌঁছাতে পারি 

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর শাখা বিএনপির ক্রীড়া সম্পাদক মো. আমিনুল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সাবেক ফুটবল খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস ও জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার।

ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্‌বোধনী দিনে মাঠে নামে দিনাজপুর জেলা বিএনপি ও পঞ্চগড় জেলা বিএনপি আয়োজিত ফুটবল খেলায় রংপুর বিভাগের আটটি দল অংশ নেয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×