হিলি সীমান্তে রেলসেতু সংস্কারে বিএসএফের বাধা


15Feb Naeem/hl-smnt-rlst-sskr-b.jpg

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বিএসএফের বাধার মুখে ৪ দিন থেকে বন্ধ রয়েছে রেলওয়ে ব্রিজ সংস্কার কাজ। এ বিষয়ে বিজিবি-বিএসএফ ৩ দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ রেল ব্রিজটির সংস্কার কাজ।

হিলি রেলওয়ে ইঞ্জিনিয়ার ওয়ার্কসের কার্যসহকারী গোলাম মোস্তফা জানান, হিলি সীমান্ত এলাকা দিয়ে বয়ে গেছে ব্রিটিশ আমলে নির্মিত রেললাইন। সেই রেললাইনের ব্রিজের নিচের অংশের পাথর সরে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই সেটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। গত বৃহস্পতিবার সেই ব্রিজটি সংস্কার শুরু করা হয়। এর কিছুক্ষণ পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দেয়। এরপর বিষয়টি বিজিবিকে জানালে তারা কয়েকবার পতাকা বৈঠক করেও কোনো সমাধান দিতে পারেনি।

এদিকে হিলি বিজিবি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদৎ হোসেন জানান, এ বিষয়ে কয়েকবার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। কিন্তু সমাধান হয়নি। আজ রোববার ব্যাটালিয়ন পর্যায়ে কথা হয়েছে। আগামীকাল থেকে কাজ চালু হতে পারে।

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে কথা হয়েছে। তারা অনুমতি দিয়েছে। সোমবার থেকে রেল কর্তৃপক্ষ কাজ শুরু করতে পারবে। আশাকরি বিএসএফের পক্ষ থেকে আর কোন বাধা আসবে না।   

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×