নয়া কমিটিকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিল


Feb 2025/Boishommo Lakshmi.jpg

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) বিকেলে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহবায়ক আরমান হোসাইন, মূখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহবায়ক রেদওয়ান হোসাইন রিমন, আলমগীর হোসেন, পিংকি পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব নাজিমুদ্দিন জাদরান, জান্নাতুন নাইমা, জাতীয় নাগরিক কমিটির সদস্য আব্দুল হামিদ খান, রায়পুর উপজেলা প্রতিনিধি আব্দুল মোতাল্লেব, ওসমান গনী, রামগঞ্জ প্রতিনিধি ইসমাইল রাফি, রামগতি প্রতিনিধি আদনান মাহমুদ, কমলনগর প্রতিনিধি আকলাম হেসেন জিসান প্রমুখ।

পরে আনন্দ মিছিল শেষে নতুন কমিটির সদস্যদেরকে ফুল দিয়ে ভরণ করে নেন ছাত্র-জনতা।

এ সময় আরমান হোসাইন বলেন, ‘জুলাই-আগস্টে যারা মাঠে ছিলেন, তাদের দিয়ে এই কমিটি করা হয়েছে। সকলের সমন্বয়ে এটি একটি চমৎকার কমিটি হয়েছে।’

আগামীতে এই কমিটির মাধ্যমে ছাত্র-জনতা তাদের অধিকারের জন্য কাজ করবে বলে জানান তিনি।
 
প্রসঙ্গত, গত রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। কমিটিতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসাইনকে আহ্বায়ক ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব নির্বাচিত করে আগামী ৬ মাসের জন্য ২৩৬ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া মুখ্য সংগঠক পদে রোকেয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ, মুখপাত্র রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. বায়েজিদ হোসাইনকে নির্বাচিত করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×