রাজবাড়ীতে প্রেস ক্লাবে শেখ হাসিনার নামফলক ভেঙে দিলেন শিক্ষার্থীরা


15Feb Naeem/raj-dw.jpg

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রায় ছয়মাস পর রাজবাড়ী প্রেস ক্লাবে শেখ হাসিনার নাম সংবলিত ফলক ভেঙে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে প্রেস ক্লাব ভবনের প্রথম ও দ্বিতীয় তলার দুটি ফলক হাতুরি দিয়ে ভাঙা হয়।

শিক্ষার্থী হাসিবুল ইসলাম শিমুল জানান, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর রাজবাড়ী প্রেস ক্লাব ভবনে শেখ হাসিনার নামফলক কালো কালি দিয়ে মুছে দিয়েছিলেন। কিন্তু হঠাৎ তারা দেখতে পান কে বা কারা ওই কালি মুছে ফ্যাসিস্ট শেখ হাসিনার নাম আবার বের করা হয়েছে। যার কারণে আজ সেটি ভাঙা হলো।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×