কালকিনিতে প্রতিপক্ষের হামলায় বেঁদে সর্দারসহ আহত তিন


Feb 2025/Bede.jpg

মাদারীপু জেলার কালকিনি উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বেঁদে পল্লীর সর্দারসহ তিনজন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও বেদেপল্লী সূত্রে জানা গেছে, পৌর ২ নম্বর এলাকার চরঠেঙ্গামারা বেঁদে পল্লীর সর্দার মনিরের সঙ্গে বেঁদে বাবু সরদারের দীর্ঘ দিন ধরে শত্রুতা ছিল। এর জের ধরে বাবু সরদারের নেতৃত্বে সম্রাট, আসিফ ও কামাল সরদারসহ কয়েকজন মিলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে কালকিনি মাছবাজার বটতলা স্থানে বসে বাবু সরদার, সম্রাট ও কামাল সরদার মিলে রাম দা দিয়ে বেদে সরদার মনির (৪৫), জোবায়ের (১৯), রাজ্জাক মুন্সিকে (৫০) কুপিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। জোবায়েরের অবস্থা অবনতি হলে তাকে বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজ্জাক মুন্সিকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

আহত মনিরের স্ত্রী কনক বেগম বলেন, ‘আমার স্বামীকে কুপিয়ে আহত করেছে বাবু, সম্রাট ও কামাল। আমি হামলাকারীদের বিচার চাই।’

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত বাবু, কামাল ও সম্রাটকে এলাকায় পাওয়া যায়নি। তারা গা ঢাকা দিয়েছে।

এ বিষয় কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে বিষয়টি দেখা হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×