লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিদের জয়জয়কার


Feb 2025/Lakshmipur Lawer.jpg

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীরা সংখ্যাগরিষ্ঠ পদে জয় লাভ করেছে। নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৯টি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।

অন্যদিকে ৪টি পদে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা নির্বাচিত হয়েছেন। একটি অন্যান্যরা।
 
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪০৪ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

পরে ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আজগর হোসেন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন বিএনপিপন্থি আইনজীবী মো. মনিরুল ইসলাম হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন বিএনপিপন্থি মো. রফিক উল্লাহ।

বাকিরা হলেন সহ-সভাপতি মো. আবদুল মজিদ, মো. সামছু উদ্দিন, সহ সম্পাদক কামরুল হাসান রনি, আরাফাত হোসাইন সুমন, পাঠাগার সম্পাদক মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. রেহানুল ইসলাম, অডিটর জিহাদ হোসেন, সদস্য আমিরুন নাহিন নেপচুন, নিগার হায়দার, মো. শিহাব উদ্দিন, মো. রাসেল হোসেন, মো. জাকির হোসেন মোহন ও মো. সাইফুল ইসলাম দীপু।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×