যানজটে আটকা জামায়াত আমিরের গাড়ি, ছাড়াতে গিয়ে প্রাণ গেল কর্মীর


Jan 2025/Feb 2025/jamayat-1740162391.webp

কুমিল্লার লালমাই উপজেলায় জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের পথসভা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় নিহত হয়েছেন জসীম উদ্দিন (৫০) নামে এক কর্মী। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সৈয়দপুর এলাকার ওয়ালটন শো-রুমের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসীম উদ্দিন লালমাই উপজেলার সৈয়দপুর এলাকার মৃত আশরাফের ছেলে।

লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন জানান, জামায়াতে ইসলামীর আমির লক্ষ্মীপুর যাওয়ার পথে বাগমারা উত্তর বাজার বালুর মাঠে পথসভা করেন। পথসভাস্থলে পৌঁছানোর কিছুক্ষণ আগে তার গাড়িবহর যানজটে আটকা পড়ে। এসময় সংগঠনের ১৫-২০ জন কর্মী যানজটমুক্ত করার চেষ্টা করছিলেন। পরে আমিরে জামায়াত পথসভা শেষ করে চলে যাওয়ার পর জানা যায়, জামায়াত কর্মী জসীম উদ্দিন বাসচাপায় মারা গেছেন।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম জানান, বাগমারা উত্তর বাজারে রাস্তা পার হওয়ার সময় তিশা পরিবহনের একটি দ্রুতগামী বাস জসীম উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তার মাথা থেঁতলে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×