ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ধরে রাখতে হবে: এ্যানি


Feb 2025/Ani 21 Feb.jpg

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ও রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এটি ধরে রাখতে হবে। এখনো অনেক ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রভাতফেরিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে শহীদ মিনারে আসেন জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। তারা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিউকিটর আহমেদ ফেরদৌস মানিকসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নেতৃত্বে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ সুপার মো. আকতার হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসন শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অপর্ণ করেন।
এছাড়া দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ উদ্দিন এ্যানি বলেন, ‘আজকের এই দিনটি জাতির কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ। মাতৃভাষার জন্য সালাম, বরকত জব্বরসহ যারা জীবন দিয়েছেন তাদেরকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে।’

তিনি আরও বলেন, ‘ভাষার জন্য যে লড়াই হয়েছে। এই লড়াইয়ের ধারাবাহিকতায় স্বাধীনতার আন্দোলন হয়েছিল। সেই স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরাসরি রনাঙ্গণে থেকে যুদ্ধ করেছেন, তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্বে দিয়েছেন। আজকের এই দিনে শহীদদের পাশাপাশি স্বাধীনতার ঘোষক প্রয়াত জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×