‘মফিজ’ বলায় রংপুরে গ্রামীণ ও কুটির শিল্পমেলায় ভাঙচুর


Feb 2025/Mofiz.jpg

রংপুরে গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্প মেলায় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাতে মেলার মাইকে রংপুরের মানুষদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় উত্তেজিত দর্শনার্থীরা এ ভাঙচুর করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রংপুর সেনানিবাস সংলগ্ন নিশবেতগঞ্জের ঘাঘট নদীর তীরে মাসব্যাপী এ মেলা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মেলায় হাউজি খেলার সময় রংপুরের মানুষদের ‘মফিজ’ সম্বোধন করার জেরে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা প্যান্ডেলে ব্যাপক ভাঙচুর শুরু করেন। এ সময় মেলায় লুটপাটের ঘটনাও ঘটে। পরে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মেলা পরিচালনা কমিটির সদস্য এনাম তারিখ বলেন, ‘হাউজি খেলা চলাকালীন ভুল কল দেওয়ার ঘটনায় উত্তেজনার শুরু হয়। এ সময় বহিরাগত একজন মাইক হাতে নিয়ে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে কথা বলার সময় রংপুরের মানুষদের নিয়ে আপত্তিকর একটি কথা বলেন। এতে লোকজন উত্তেজিত হয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন এই পরিচালক।’

নিশবেতগঞ্জের ঘাঘট নদীর তীরে বেনারসি ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের আয়োজনে মাসব্যাপী শুরু হয় এ চলছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে চলমান এ মেলা আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×