জমি সংক্রান্ত জেরে

বিএনপি ও আ. লীগের সমর্থকদের সংঘর্ষে নিহত ১


15Feb Naeem/rajsha-dw.webp

রাজশাহী দুর্গাপুরে জমি সংক্রান্ত জেরে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ফেরদৌসী আরা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুর্গাপুরের তিয়ারকুড়ি গ্রামের বিএনপি কর্মী মামুন ও তার ওয়ারিশদের সঙ্গে আওয়ামী লীগ নেতা রিয়াজুল এবং তার ওয়ারিশদের বিরোধ চলছিল। এর জেরে আজ শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ছুরিকাঘাতে ফেরদৌসী নামের এক নারী নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে মামুন তার লোকজন নিয়ে রিয়াজুলদের জমি দখল করতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দিতে গেলে মামুনের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের অন্তত আহত হন ১১ জন। পরে তাদের উদ্ধার করে দুর্গাপুর থানা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×