চট্টগ্রামে টেক্সটাইল মিলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট


15Feb Naeem/PB-Photo-dw.jpg

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় একটি জ্যাকেট তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ‘অ্যাবালন ফ্যাশন লিমিটেড’ নামে কারখানাটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বিকাল ৪টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। বর্তমানে বোয়ালখালী, মোহরা ও কর্ণফুলী ফায়ার স্টেশন থেকে দুটি করে মোট ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। কারখানাটির চারতলা ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। 

কারখানাটির কোয়ালিটি সুপার ভাইজার ইব্রাহিম জানান, ‘অ্যাবালন ফ্যাশন লিমিটেড নামে কারখানার চতুর্থ তলায় আগুন লেগেছে। ওই তলায় কাপড় রয়েছে। এই কারখানায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন। আগুন লাগার পর সব শ্রমিক নিরাপদে বেরিয়ে এসেছেন। এই কারখানায় জ্যাকেট প্রস্তুত করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×