সাংবাদিককে মারধরের ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা


15Feb Naeem/journalist-bvp.webp

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদকে মারধরের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মামলাটি নাসিরগর থানায় এজাহারভুক্ত হয়। নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিনকে প্রধান আসামি করে করা মামলায় বশিরের দুই ভাতিজাসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০/৩০ জনকে আসামি করা হয়েছে।

নাসিরনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নূরে আলম রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। 

মোহাম্মদ নূরে আলম জানান, সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদেরওপর হামলার ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/৩০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি নাসিরনগর শহীদ মিনারে পেশাগত দায়িত্ব পালনকালে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন ও তার অনুসারীদের হামলা শিকার হন কালবেলা ও এনটিভির নাসিরনগর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ। মারধরে মাহমুদের মুখ, চোখ, মাথা, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। পরে নাসিরনগর থানা পুলিশ তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×