অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১০ বাংলাদেশি আটক


15Feb Naeem/INDIA-bd-s.jpg

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এ ছাড়া পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশপুর সীমান্তে শ্রীনাথপুর ও পলিয়ানপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ১০ বাংলাদেশিকে আটক করে। আটককৃতরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

এদিকে সীমান্তের মেদিনীপুর, নিমতলা ও রাজাপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ৮৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৮০ বোতল মদ জব্দ করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক ১০ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হবে। এছাড়া আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×