পাবনায় মন্দিরে দুই দফায় ভাংচুরের অভিযোগ: সাবেক যুবদল নেতা আটক


15Feb Naeem/Pabna Sp Mondir Poridorshon Pic-01.jpg

পাবনা শহরের দিলালপুর মহল্লায় একটি মন্দিরে দুই দফা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সাবেক এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃত জাহিদ হাসান হ্যাপি (৪০) পাবনা শহরের কালাচাঁদপাড়া মহল্লার আব্দুর রহিম খানের ছেলে। তিনি পাবনা সদর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

অভিযোগে জানা গেছে, শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতের কোন এক সময় পাবনা শহরের দিলালপুর এলাকার শ্রী শ্রী রক্ষা কালিমাতার মন্দিরের তালা ভেঙ্গে মন্দিরের ভেতরে থাকা প্রতিমা ভাংচুর করে দূর্বৃত্তরা। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন মন্দির পরির্দশণ করে সেখানে পুলিশ পাহাড়ার ব্যবস্থা করে।

একইভাবে রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে মন্দিরে দায়িত্বরত পুলিশ সদস্যরা কিছু সময়ের জন্য মন্দিরের বাইরে গেলে মন্দিরের তালা ভেঙ্গে দ্বিতীয় দফায় প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন মন্দির পরিদর্শণ করেন। ঘটনার পর রোববার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে মন্দির ভাঙচুরে জড়িত অভিযোগে জাহিদ হাসান হ্যাপি নামের এক যুবককে আটক করে।

মন্দির ভাংচুরের ঘটনায় মন্দির কমিটির সভাপতি শ্যামল কুমার ঘোষ বাদী হয়ে অজ্ঞাত একজনকে অভিযুক্ত করে শনিবার রাতে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

রক্ষা কালীমাতার মন্দিরের সভাপতি শ্যামল কুমার ঘোষ বলেন, সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তি চাই।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘আমরা সিসিটিভির ফুটেজ দেখে অপরাধী সনাক্ত করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে। গ্রেপ্তার হ্যাপীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×