পাবনায় পরিত্যক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র জব্দ করলো ডিবি পুলিশ
- পাবনা প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৪১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

পাবনা পৌর সদরের চক ছাতিয়ানি এলাকায় পরিত্যক্ত অবস্থায় তিনটি পাইপগান ও তিন রাউন্ড গুলি জব্দ করেছে পাবনা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চক ছাতিয়ানি এলাকার অবকাশ নামের একটি বাসভবনের সামনে ফুলের বাগান থেকে অস্ত্র-গুলি জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( (ক্রাইম এন্ড অপস্) রেজিনূর রহমান, পাবনা গোয়েন্দা পুলিশের ওসি হাসান বাসির, এসআই বেনু রায়।
পাবনা গোয়েন্দা পুলিশের ওসি হাসান বাসির বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনটি পরিত্যক্ত পাইপগান ও তিন রাউন্ড গুলি জব্দ করা করা হয়। এ সময় অনেক উৎসুক মানুষ সেখানে উপস্থিত ছিলেন।'
ওসি আরো জানান, 'কে বা কারা সেখানে অস্ত্র-গুলি রেখে গেছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে রাস্তার দু'পাশের সব সিসিটিভি ক্যামেরা চেক করা হচ্ছে। তদন্ত চলছে, আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’