পঞ্চকবির গান নিয়ে মৌলভীবাজারে সাংস্কৃ‌তিক সন্ধ্যা


Jan 2025/Feb 2025/cultural-1740329531.webp

পঞ্চকবির জীবন ও সৃজনের গল্পগাঁথা নিয়ে মৌলভীবাজা‌র শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘রবির‌শ্মি’র সাংস্কৃ‌তিক সন্ধ‌্যা ‘পঞ্চদ্যুতি’ অনু‌ষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ‌্যায় বাংলা সাহিত্যের ‘পঞ্চকবি’ খ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম, গীতিকবি দ্বিজেন্দ্র লাল রায়, অতুলপ্রসাদ সেন ও রজনীকান্ত সেনের গান ও জীবন আলেখ্য নিয়ে ‘পঞ্চদ্যুতি’ প‌রিবেশিত হয়।

র‌বির‌শ্মির প্রধান রবীন্দ্রসংগীত শিল্পী ম‌মিতা সিনহা সবাইকে ধন‌্যবাদ জা‌নিয়ে বলেন, ‘পঞ্চকবি’ আমাদের সম্পদ, পঞ্চকবির জীবন দর্শনের সঙ্গে স্বল্প প‌রিসরে হলেও প‌রি‌চিত করাতে পেরে আমরা আন‌ন্দিত।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সংগীত দল ‘রবিরশ্মি মৌলভীবাজার।’ রবীন্দ্রনাথ ও নজরু‌লের বাই‌রে পঞ্চক‌বি দ্বিজেন্দ্রলাল রায় যি‌নি ডি. এল. রায় নামে পরিচিত। তার গান ‘দ্বিজেন্দ্রগীতি’ নামে পরিচিত। ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ বা ‘বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ’, ‘ওই মহাসিন্ধুর ওপার হতে’ দ্বি‌জেন্দ্রগী‌তি হিসেবে বেশ জনপ্রিয়।

আবার রজনীকান্ত সেনের গান ‘কান্তগী‌তি’ নামে প‌রি‌চিত। কান্তক‌বির দেশাত্মবোধক গান বা স্বদেশী গান ‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই’ একসময় অভূতপূর্ব গণআলোড়নের পরিবেশ সৃষ্টি করেছিল। রজনীকা‌ন্তের ‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই’, ‘তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’, ‘কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাই‌বো, ‘কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার’ গানগু‌লো সংগীতপ্রেমীদের মনে গভীর আনন্দ-আবেশ তৈ‌রি করে।

অতুলপ্রসাদ সেনের গান ‘অতুলপ্রসাদী’ না‌মে বিখ্যাত। তার জন‌প্রিয় গান হল ‘একা মোর গানের তরী’, ‘সবারে বাস রে ভালো’, ‘বঁধুয়া, নিদ নাহি আঁখিপাতে’, ‘কে আবার বাজায় বাঁশি’। অতুলপ্রসা‌দের রচিত ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা’ গানটি বাংলাদে‌শে সবার প‌রি‌চিত ও সমান জন‌প্রিয়। বি‌শেষ করে ভাষার মা‌সে খুবই প্রাস‌ঙ্গিক।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×