কলেজ শিক্ষার্থীর ওপর হামলা, শিবিরকে দায়ী করে জামায়াতের দুঃখ প্রকাশ


Jan 2025/Feb 2025/sylhet-1740336473.webp

সিলেটের এমসি কলেজে মিজানুর রহমান রিয়াদ নামে এক শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় ছাত্র শিবিরের কিছু কর্মী জড়িত ছিল বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটকেন্দ্রিক দল আঞ্জুমানে আল ইসলাহ’র সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান জামায়াত ইসলাম সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে এমসি কলেজ ছাত্রাবাসে এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী রিয়াদ তালামিযে ইসলামিয়া নামক ধর্মভিত্তিক সংগঠনের একজন নেতা। তালামিযে ইসলামিয়া মূলত আঞ্জুমানে আল ইসলাহ’র ছাত্রসংগঠন।

এমসি কলেজ হামলার ঘটনা নিয়ে কয়েকদিন ধরে সিলেটে শিবির ও তালামিয মুখোমুখি অবস্থান নিয়েছিল। এটির সমাধানে রোববার বৈঠকে বসে দুটি সংগঠন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, তাতে ছাত্রশিবিরের কিছুসংখ্যক কর্মী জড়িত ছিল। তাদের কর্মকাণ্ড অন্যায় এবং দুঃখজনক। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, শিবির ও তালামিয দুটিই আমাদের ভালোবাসার সংগঠন। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে বিরোধীপক্ষ উপকৃত হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে আমরা পরস্পর আলোচনার মাধ্যমে সমাধানের দিকে যাব।

যদিও জামায়াতের পক্ষ থেকে শিবির কর্মীদের জড়িত থাকার কথা বলা হয়েছে, তবে ঘটনার পর শিবিরের কেন্দ্রীয় কমিটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা অস্বীকার করা হয়।

রোববার রাতে সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের মাঝে সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনার আপোষ নিষ্পত্তি হয়েছে। ৩য় পক্ষের অবৈধ ফায়দা নস্যাৎ করতে সিলেট জামায়াত ও আঞ্জুমানে আল ইসলাহ’র নেতৃবৃন্দ এক মতবিনিময় সভা করেন।
 
সভায় হামলার ঘটনার নিন্দা জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। আহত তালামিয কর্মী মিজানুর রহমান রিয়াদের প্রতি সহমর্মিতা জানিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়।

সভায় জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান এবং জেলা জামায়াত নেতা ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।

আঞ্জুমানে আল ইসলাহ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা রফিকুল ইসলাম খান, এডভোকেট মাওলানা আব্দুর রকীব, হাফিজ নাজমুল হুদা, মাওলানা জৈন উদ্দিন ও কাজী বুরহান উদ্দিন প্রমুখ।

সভায় ইসলামী সংগঠনগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানানো হয় এবং উত্তেজনামূলক বক্তব্য পরিহার করার অনুরোধ করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×