নড়াইলে বিদেশি পিস্তলসহ ধলা বাবুল ও তার ভাই গ্রেফতার


15Feb Naeem/norail.jpg

নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় একটি বিদেশি পিস্তলসহ বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। তারা উপজেলার মঙ্গলহাটা গ্রামের মৃত দেলোয়ার শেখের ছেলে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার কুন্দসী গ্রাম থেকে অস্ত্রসহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার ও মামুন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল উপজেলা কুন্দসী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ধলা বালুল ও তার ভাই বিপুলকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার জানান, ‘ধলা বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। তাদের ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×