বাধা পেরিয়ে জমকালো আয়োজনে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত
- টাঙ্গাইল প্রতিনিধি
- প্রকাশঃ ১১:২৩ এম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

সকল বাধা পেরিয়ে অবশেষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের মধুপুরে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ৮টায় শুরু হয়ে উৎসবটি চলে সারা রাত।
উৎসবে সভাপতিত্ব করেন মধুপুর লালন সংঘের সভাপতি সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন তরফদার। মধুপুর লালন সংঘের উপদেষ্টা সাংবাদিক এস এম শহীদের সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির, লালন স্মরণোৎসবের আহ্বায়ক মো. সবুজ মিয়া, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সমন্বয়ক ও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় এবং মধুপুর লালন সংঘের উপদেষ্টা প্রয়াত সাংবাদিক এম এ রউফের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মধুপুর লালন সংঘের উপদেষ্টা অলোক কুমার চৌধুরীর সঞ্চালনায় স্মরণোৎবে সংগীত পরিবেশন করেন কুষ্টিয়া থেকে আগত লালন শিল্পী শাহাবুল, বাউল রশীদ, গামছা নার্গিস, মুন মোনালিসা, কাজলরেখা এবং মধুপুর লালন সংঘের নিয়মিত শিল্পীবৃন্দ।
জানা গেছে, লালন সাঁইয়ের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে গত ১২ ফেব্রুয়ারি রাত ৮টায় মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় মধুপুর লালন সংঘের আয়োজনে লালন স্মরণোৎসব-২০২৫ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হেফাজতে ইসলাম ও কওমি ওলামা পরিষদের নেতৃবৃন্দ লালন উৎসবটি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে অনুষ্ঠান বন্ধের দাবি তোলেন। তাদের আপত্তির মুখে অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করে আয়োজক কমিটি।
বিষয়টি নিয়ে অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকায় খবর প্রকাশ হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। পরে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমঝোতা বৈঠকে বসা হয়। সেখানে হেফাজতে ইসলাম, কওমি ওলামা পরিষদ, বিএনপি ও সেনাবাহিনীসহ বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই দিন সমঝোতার মাধ্যমে অনুষ্ঠানটি ২৩ ফেব্রুয়ারি মধুপুর অডিটোরিয়ামে আয়োজনের সিদ্ধান্ত হয়। কিন্তু মধুপুর অডিটোরিয়ামে জায়গা সংকুলান না হওয়ায় আয়োজক কমিটি মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজন করে।