মুঠোফোনে কথা বলা অবস্থায় ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তি নিহত


15Feb Naeem/kishoreganj-train-dw.jpg

কিশোরগঞ্জে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। তিনি নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের আব্দুল মজিদ (৪৫) বলে জানিয়েছেন কিশোরগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া।

তিনি জানিয়েছেন, আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে আন্তঃনগর এসারসিন্দুর প্রভাতী ট্রেন ছেড়ে যায়। ট্রেনটি আধা কিলোমিটার দূরে সিদ্ধেশ্বরী বাড়ি এলাকায় গেলে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছেন, নিহত আব্দুল মজিদ রেললাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। লোকজন তাকে ডাকলেও তিনি শুনতে পাননি। মরদেহ ময়নাতদন্ত করানো হবে। বাড়িতে স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি লিটন মিয়া। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×